হল্টেড ১০ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৭ ১৪:৪৮:৫৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ৫ কোম্পানির শেয়ার এবং ৫ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। এগুলো হলো: এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অলটেক্স ইন্ডাষ্ট্রিজ, বিচ হ্যাচারী, ইষ্টার্ন ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সোনার বাংলা ইন্সুরেন্স, ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ভেনগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্ড ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আজ ৮.৩৩ শতাংশ বা ০.৪০ টাকা বেড়ে সর্বশেষ ৫.২০ টাকায় লেনদেন হয়েছে।অলটেক্স ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর আজ ৯.১৭ শতাংশ বা ১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১১.৯০ টাকায় লেনদেন হয়েছে। বিচ হ্যাচারীর শেয়ার দর আজ ৯.৬৩ শতাংশ বা ১.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৪.৮০ টাকায় লেনদেন হয়েছে।

ইষ্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর আজ ৯.৯০ শতাংশ বা ৪ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৪.৪০ টাকায় লেনদেন হয়েছে। এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর আজ ৯.৯১ শতাংশ বা ২.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৫.৫০ টাকায় লেনদেন হয়েছে। এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ইউনিট দর আজ ৯.৪১ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৩০ টাকায় লেনদেন হয়েছে। সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর আজ ৯.২৪ শতাংশ বা ২.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৭.২০ টাকায় লেনদেন হয়েছে। সোনার বাংলা ইন্সুরেন্সের শেয়ার দর আজ ৯.৯০ শতাংশ বা ২.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩২.২০ টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া ভেনগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর আজ ৮.৯৭ শতাংশ বা ০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৮.৫০ টাকায় লেনদেন হয়েছে এবং ভেনগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্ড ফান্ডের ইউনিট দর আজ ৯.৬৪ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.১০ টাকায় লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস