ডাচ-বাংলা ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-১৮ ১৪:৫১:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ডাচ-বাংলা ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক তার কাছে থাকা সব শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক আবিদুর রশিদ খান তার কাছে থাকা ২ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২৫টি শেয়ার হস্তান্তর করবে। যা হরিজোন অ্যাসোসিয়েটস লিমিটেডর কাছে হস্তান্তর করবেন।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে হস্তান্তর সম্পন্ন করবেন।
সান বিডি/এসকেএস