ইনজুরিতে মাশরাফি, শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২০ ১০:৫৯:৩৮


আজ শনিবার (২০ জুলাই)  দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে অধিনায়ক হিসেবে কলম্বোয় যাওয়ার কথা ছিল মাশরাফি বিন মর্তুজার। কিন্তু হ্যামস্ট্রিংয়ের পুরানো চোটে গতকাল রাতেই মাঠের বাইরে ছিটকে পড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

তাঁর জায়গায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়ক করা হয়েছে বাঁ হাতি ওপেনার তামিম ইকবালকে।

গতকাল শুক্রবার রাত পৌনে ১০টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চোটে পড়া মাশরাফির শ্রীলঙ্কায় না যাওয়ার পাশাপাশি তামিমের নেতৃত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অথচ শ্রীলঙ্কা সফর সামনে রেখে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনও করেছিলেন অধিনায়ক মাশরাফি। যেখানে বিশ্বকাপের পর এই ওয়ানডে সিরিজের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নিজের অবসর ভাবনা নিয়েও নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। এরপরই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন। সন্ধ্যায় কৃত্রিম আলোর অনুশীলনে বোলিং করতে গিয়েই বাঁ হ্যামস্ট্রিংয়ের পুরানো চোটে আবার কাবু হন মাশরাফি। বোলিং করতে গিয়ে এক পর্যায়ে চোট অনুভব করে থেমে যান। সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যালোচনা করে দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম দেওয়াতেই শ্রীলঙ্কা সফরের জন্য তামিমকে অধিনায়ক করা হয়।