ইউনাইটেড পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২১ ১২:২২:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডি) সহযোগী প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আশুগঞ্জ এনার্জি ২৯ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া কোম্পানিটি ৯.৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সব মিলিয়ে কোম্পানিটি ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ৩৮.৭৫ শতাংশ লভ্যাংশ দেবে।
প্রসঙ্গত, ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড ইউনাইটেড এনার্জির সহযোগী কোম্পানি। আর ইউনাইটেড এনার্জি ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানি।
সান বিডি/এসকেএস