অস্বাভাবিক পতনের কারন অনুসন্ধানে তদন্ত কমিটি করেছে বিএসইসি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২১ ২০:২৯:১২


সাম্প্রতিক শেয়ারবাজারের অস্বাভাবিক পতনের কারন অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তদন্ত কমিটি অস্বাভাবিক লেনদেনের কারন খতিয়ে দেখবে। বিনিয়োগকারীদের স্বার্থে রবিবার (২১ জুলাই) এই কমিটি গঠন করা হয়েছে। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

কমিটির ৪ সদস্য হচ্ছেন- বিএসইসির পরিচালক রেজাউল করিম, উপ-পরিচালক মো. অহিদুল ইসলাম, উপ-পরিচালক মো. নজরুল ইসলাম ও উপ-পরিচালক মো. রাকিবুর রহমান। এরমধ্যে রেজাউল করিম কমিটির আহ্বায়ক ও বাকিরা সদস্য। কমিটি আগামি ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে।