পানি বৃদ্ধি অব্যাহত,বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২২ ১১:৩১:০০


উত্তরাঞ্চলের জেলাগুলোতে  পানি কমতে শুরু করলেও গতকাল রবিবারও প্রায় সব নদ-নদী বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। মধ্যাঞ্চলে যমুনা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুরে শুরু হয়েছে পদ্মার ভাঙন। বাঁধ, সড়ক-মহাসড়ক ও ব্রিজ-কালভার্ট ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ায় বন্যা প্রলম্বিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। উপদ্রুত এলাকাগুলোতে বানভাসি মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবন যাপন করছে।

এদিকে বন্যার পানিতে ডুবে পাঁচ জেলায় ৯ শিশুসহ ১২ জনের প্রাণহানি ঘটেছে।

জানা গেছে,দেশের উত্তর ও মধ্যাঞ্চলে সৃষ্ট বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ শঙ্কা প্রকাশ করা হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন), আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।

বৈঠক শেষে এ বি তাজুল ইসলাম বলেন, এবার বন্যা প্রলম্বিত হতে পারে এমন আশঙ্কা কমিটির রয়েছে। এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।