কলম্বোয় অনুশীলনে টাইগাররা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২২ ১২:১৩:৪১
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে বিশ্রাম শেষে অনুশীলনে নেমে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল প্রথমবারের মতো কলম্বোর অনুশীলন সেরে নেন তামিম-মোস্তাফিজরা। স্থানীয় সময় বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঘাম ঝরায় বাংলাদেশ দল। প্রথমে হালকা স্ট্রেচিং ও ফিল্ডিং করেন ক্রিকেটাররা। এরপর নেমে পড়েন নেট সেশনে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় কলম্বোতে পা রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের ৭ সদস্য। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে শ্রীলঙ্কা যান মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর ভারত থেকে তাদের সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। তাসকিন-তাইজুল বিসিবি একাদশের হয়ে ভারতে মিনি রঞ্জি ট্রফিতে খেলার কারণে শ্রীলঙ্কা যেতে দেরি হয়।
শনিবার রাত ১২টায় কলম্বো পৌঁছেন এ দু’জন। বাংলাদেশ দলের বাকি সদস্যরা এখনো দেশে রয়ে গেছেন। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে লড়ছেন সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, রুবেল হোসেন ও ফরহাদ রেজা। চোটের কারণে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন খেলছেন না শ্রীলঙ্কা সিরিজে। তাদের জায়গায় তাসকিন-ফরহাদ রেজাকে নেয়া হয়েছে। আর সাকিব আল হাসান পবিত্র হজব্রত পালনের জন্য আগেই ছুটি নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। লিটন কুমার দাসও ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন বিসিবির কাছ থেকে।