দর পতনের শীর্ষে এমারেল্ড ওয়েল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২২ ১৬:১৯:৩৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে  এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮১ বারে ৫৬ হাজার ৫৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ ১১ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৮ বারে ৩১ হাজার ১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ২৯ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৫২ শতাংশ বা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৪১ বারে ৭ লাখ ৯১ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।

তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- জুট স্পিনার্স লিমিটেডের ৯ দশমিক ৩২ শতাংশ , ইমাম বাটন লিমিটেডের ৯ দশমিক ৩১ শতাংশ, সাভার রিফ্রেক্টরিস লিমিটেডের ৯ দশমিক ২৭ শতাংশ, মেঘনা পেট  ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৭৩ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৫৭ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৮ দশমিক ৪৯ শতাংশ ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলক্ট্রড্স লিমিটেডের ৮ দশমিক ৩৯ শতাংশ শেয়ার দর কমেছে।

সান বিডি/এসকেএস