মোবাইলে করা যাবে না শেয়ার ক্রয়-বিক্রয়!

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৭-২৩ ০৯:৫৪:৫৪


মোবাইলে শেয়ার ক্রয় বিক্রয় করা যাবে না। শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বিনিয়োগকারীকে ক্রয়-বিক্রয় সিলিপে অবশ্যই স্বাক্ষর করতে হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এমন নিদেশনা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিএসইসির আইন অনুযায়ী, শেয়ার ক্রয়-বিক্রয় করলে ক্রেতা বিক্রেতাকে বাই-সেল সিলিপে স্বাক্ষর করতে হবে। এই আইন মেনে আগামীতে শেয়ার ক্রয়-বিক্রয়ের নির্ধেশনা দিয়েছে বিএসইসি।

সান বিডি/এসকেএস