মায়ের জন্য অঝোরে কাঁদছে শিশু তুবা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৩ ১০:৫১:৩২


রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর চার বছরের শিশুকন্যা তুবার কান্না থামছেই না। অঝোরে কান্নাকাটি করছে মায়ের কাছে যাওয়ার জন্য। সে জানেও না আর কখনও ফিরে আসবে না তার মমতাময়ী মা। তবে মা ফিরে আসবে- এমন মিথ্যা সান্ত্বনা দেওয়া হচ্ছে অবুঝ শিশুটিকে। লক্ষ্মীপুরে রেনুর গ্রামের বাড়িতে শোকের মাতম বইছে।

রেনুর দুই সন্তানের মধ্যে তুবা ছোট এবং ছেলে তাহসিন আল মাহির বড়। তার বয়স ১১ বছর। রেনুর বোন সেলিনা আক্তার বলেন, ‘কোনোভাবেই তুবাকে বোঝানো যাচ্ছে না। এই বয়সেই তুবা ও মাহিকে মা হারাতে হলো। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শনিবার সকালে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয় তাসলিমা বেগম রেনুকে। ছেলেমেয়েকে ভর্তির জন্য স্কুলে তিনি খোঁজ-খবর নিতে গিয়ে গণপিটুনির শিকার হন। এ ঘটনায় অজ্ঞাত চার-পাঁচশ’ লোককে আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় রোববার রাতে ও সোমবার সকালে জাফর, শাহিন, বাপ্পি ও বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আসামি জাফর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রেনুর পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর রেনু দুই সন্তান নিয়ে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় থাকতেন। তার বাবার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরের সোনাপুরে।