রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর পরিবেশ নেই
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৪ ১১:২২:৩৪
মিয়ানমার থেকে বাস্ত্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ১০ দিনের মিয়ানমার সফর শেষে ঢাকায় এসে নেতিবাচক বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার।পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে তিনি জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার মতো পরিবেশ নেই। রাখাইন পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
এমন এক সময় তিনি এ বার্তা দিলেন, যখন মিয়ানমারের একটি প্রতিনিধিদল রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজি করাতে বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহে তাদের কক্সবাজার সফর করার কথা রয়েছে।
জানা গেছে, জাতিসংঘ মহাসচিবের দূত মিয়ানমারের নেপিডো ও ইয়াঙ্গুনে বেশ কিছু বৈঠক করেছেন। রাখাইনে রোহিঙ্গাদের চলাফেরার সুযোগ এখনো খুবই সীমিত। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের ২৬টি শিবির বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু এযাবত্ মাত্র একটি বন্ধ হয়েছে।
জানা গেছে, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত গত সপ্তাহে মিয়ানমারে কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে মিয়ানমার সরকার গঠিত তদন্ত কমিশনকে কক্সবাজারে আসার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশি কর্মকর্তাদের তিনি বলেছেন, অজ্ঞতাবশত তিনি এমনটি বলেছিলেন।
জানা গেছে, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ মাসের শেষ দিকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতে পারেন।