মিশ্র প্রবনতায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৭-২৪ ১৬:০৯:৪৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ১৭৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

ডিএসইতে মোট ৩৮০ কোটি ৫৯ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩১৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৬৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫১৭ পয়েন্টে। সিএসইতে ১৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

সান বিডি/এসকেএস