সমন্বিত বিনিয়োগ পলিসি তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বিডা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৭-২৪ ২০:৩৮:৪৬


দিন দিন বাড়ছে বিনিয়োগ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগের জন্য হয়ে উঠেছে অন্যতম নিরাপদ স্থান । গত বছর সরাসরি বৈদেশিক বিনিয়োগ ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। বিনিয়োগের এই ধারাকে আরো যুগোপযোগী করার জন্য বিভিন্ন অংশীজনের সাথে মত বিনিময় করে সমন্বিত বিনিয়োগ পলিসি তৈরির উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

আজ বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম পর্যালোচনার এক মতবিনিময় সভায় এসব কথা বলেন, প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম।

তিনি বলেন, বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে কাজ করছে সরকার। এর জন্য একটি সবার মতামত নিয়ে একটি বিনিয়োগ নীতিমালা করার কাজ চলছে। বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। আগামী বোর্ড সভায় চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে ।

আমিনুল ইসলাম বলেন,এই বিনিয়োগ পলিসির মাধ্যমে সমস্ত দেশি বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিষয় একটি নির্দৃষ্ট আইনগত কাঠামোর ভিতরে চলে আসবে । ফলে সহজেই বিনিয়োগ কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে। বর্তমানে কিছু কিছু আইন বিনিয়োগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও  বিনিয়োগবান্ধব ভবিষ্যৎ বাংলাদেশের জন্য স্বতন্ত্র্য সমন্বিত বিনিয়োগ আইন এর বিকল্প নেই।  সমন্বিত বিনিয়োগ পলিসি বাস্তবায়িত বা আইনে পরিণত হলে দেশি বিদেশী বিনিয়োগে আসবে নতুন গতি, সেবা হবে আরো সহজ এবং দ্রুত ।