রপ্তানি বাড়াতে পণ্যের নতুনত্ব আনতে হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৭-২৫ ১৫:৫৯:১৪


আগামী ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে চাই আমরা। এই  লক্ষ্যমাত্রা অর্জন করার  জন্য ব্যবসা উন্নয়নের সব সহযোগিতা করতে চায় সরকার।

আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর ১৪তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খাদ্য আমরা এখন সয়ংসম্পূন। আমরা চাল আলুসহ অনেক পণ্য রপ্তানি করার মতো অবস্থানে চলে এসেছি। শিল্পায়নে আমরা আরও জোর দিতে চাই।

টিপু মুনশি বলেন, বর্তমান সক্ষমতা দিয়ে ৬০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এ কারণেই আমাদের অটোমেশনে যেতে হবে। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে অটোমেশন হয়েছে। এ লক্ষ্য  অর্জন করতে ব্যবসায়ীদের সহযোগিতা সব চেয়ে বেশি প্রয়োজন। আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানান, আমরা সহযোগিতা করবো।

সভায় সভাপতিত্ব করেন আইবিএফবি এর  সভাপতি হুমায়ুন রশীদ। বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। এসময় উপস্থিত ছিলেন- আইবিএফবি এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী,পরিচালক মুস্তাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জিওফরি ম্যাকডোনাল্ড পিএইচডি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর চিফ অব মিশন জিওরজি জিগুরি।