অটোমোবাইল পলিসির খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছে: বিডা

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-২৫ ১৯:০২:৩৪


অংশীজনদের সাথে মতবিনিময় করে অটোমোবাইল পলিসি এর খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছে বিডা, যা অচিরেই চূড়ান্ত করা হবে। এই অটোমোবাইল পলিসির মাধ্যমে গাড়ীর উৎপাদন-বিপনন, আমদানি রপ্তানি এবং সংজোযন সংক্রান্ত বিষয় একটি নির্দৃষ্ট আইনগত কাঠামোর ভিতরে চলে আসবে । বর্তমানে কিছু কিছু আইনের মাধ্যমে অটোমোবাইল খাত পরিচালিত হলেও, সময়োপযোগী এই অটোমোবাইল পলিসি বাস্তবায়নের মাধ্যমে সহজেই বহুমুখী সফলতা পাওয়া যাবে।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক মতবিনিময় সভায়, প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বলেন ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির বিবেচনায় সারাবিশ্বে বাংলাদেশ এক উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত । সরকারের সময়োপযোগী শিল্প-বান্ধব নীতি ও কর্মসূচির কারণে মানসম্পন্ন শিল্পায়নের ফলে ধারাবাহিক ভাবে বৃদ্ধি পাচ্ছে মানুষের আয়।

তিনি আরো বলেন “ বাংলাদেশে অটোমোবাইল শিল্প একটি বিপুল সম্ভাবনার খাত । ইতোমধ্যে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক দেশি বিদেশী গাড়ী ও মোটরবাইক নির্মান কোম্পানি বিনিয়োগ করেছে। স্থানীয় বাজার ও রপ্তানির মাধ্যমে অচিরেই বাংলাদেশ অটোমোবাইল খাতে সফল ভাবে নিজেকে তুলে ধরবে”। তিনি অটোমোবাইল পলিসির গুরুত্ব তুলে ধরে বলেন, “অটোমোবাইল পলিসি বাস্তবায়নের মধ্য দিয়ে এ শিল্পে গতি আসবে এবং পাওয়া যাবে নানামুখী সফলতা”।

এ সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী পরিষদের সদস্যগণ ও উর্ধ্বনত্ব কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।