৮৫৮১১ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৬ ১১:৫৪:৩০


পবিত্র হজ পালনের উদ্দ্যোশে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১১টিসহ মোট ২৩৭টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে সর্বমোট ২৪ হাজার ৮০৩জনকে।

মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। সৌদি পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন হজযাত্রী রয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হজ অফিস মেডিকেল ক্লিনিক মক্কা ও মদিনা থেকে স্বয়ংক্রিয় (কিয়স্ক মেশিনের সাহায্যে) চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে ১০ আগস্ট।