হোয়াইটওয়াশের স্বাদ নিলো ক্ষুদে টাইগাররা

আপডেট: ২০১৫-১১-১৬ ২০:০০:১২


u-19 news limon_91033বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চার ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১২৫ রানে জিতেছে। ফলে চার ম্যাচ সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করলো টাইগার যুবারা।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দেয়া ২৪৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে সব উইকেট হারিয়ে ১১৮ রান করে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে একাই ৬ উইকেট নেন সঞ্জিত সাহা। এছাড়া সাইদ সরকার ২টি, সালেহ আহমেদ শাওন ১টি ও আরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ওপেনার সাইফ হাসান করেন ৪০ রান। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সঞ্জিত সাহা। আর প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন সাইফ হাসান।

সানবিডি/ঢাকা/রাআ