অর্থনৈতিক উন্নয়নে গাছের গুরুত্ব অপরিসীম: পাটমন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৬ ১৬:৪৩:২৪


আগামী প্রজন্মের জন্য সুখি সমৃদ্ধশালী দেশ গড়তে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, ‘প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা যেমন ব্যাপক ও সুদূরপ্রসারী, তেমনি অর্থনৈতিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম। তাই গাছ লাগানোর কোনো বিকল্প নেই।’

শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টায় রুপগঞ্জের ভুলতা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ‘প‌রিক‌ল্পিত ফল চাষ, যোগাবে পু‌ষ্টি সম্মত খাবার’, এই স্লোগানকে সামনে রেখে শুরু রূপগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষে র‌্যালি ও গাছের চারাও বিতরণ করা হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশে সবুজায়ন বৃদ্ধিতে কাজ করছে। আমাদের পরিবেশ আজ হুমকির মুখে। জীববৈচিত্র্য বিলুপ্তির পথে। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক পরিমাণ বৃক্ষ রোপন করতে হবে। বৃক্ষ রোপণের অর্থনৈতিক গুরুত্বও রয়েছে।’

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করলে সেই স্বপ্ন পূরণ আরও সহজ হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশন‌ার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ভুঁইয়া, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শিলা রানী পালসহ অন্যরা।