তুবার কান্নায় মানববন্ধনের পরিবেশ ভারি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৬ ১৭:৪৪:২১


যারা তাসলিমা বেগম রেনুকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত বিচার আইনের আত্ততায় আনতে হবে। শুক্রবার জুমার নামাজের পর মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সামনে এলাকাবাসী ও নিহতের স্বজনরা এক মানববন্ধন দাবি এ জানান।

মানববন্ধনে বলা হয়, রাজধানীর বাড্ডা এলাকায় উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চা ভর্তি করানোর তথ্য সংগ্রহ করতে এসে দুর্বৃত্তদের গণপিটুনিতে মর্মান্তিকভাবে নিহত হন মহাখালী ‘জ’ ব্লকের বাসিন্দা তাসলিমা বেগম রেনু। ছেলেধরার গুজব ছড়িয়ে রেনুকে পিটিয়ে হত্যা করা হয়।

এলাকাবাসী দাবি, রেনুকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে দ্রুত বিচার আইনের আওতায় আনতে হবে। উপযুক্ত শাস্তি দিলে ভবিষ্যতে এমনভাবে আর কাউকে নির্মমভাবে প্রাণ হারাতে হবে না।

মানববন্ধনে রেনুর বড় বোন নাজমুন নাহার নাজমা ও ভাগ্নে সৈয়দ নাছির উদ্দিন টিটু বলেন, এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শান্তি এখন সময়ের দাবি। আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার না করলে রেনুর মতো আগামীতে অন্য কেউ এ রকম মর্মান্তিক হত্যার শিকার হতে পারে। এ সময় রেনুর ছোট মেয়ে তুবার কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

মানববন্ধনটি মহাখালী গাউসুল আজম মসজিদ থেকে ওয়্যারলেস গেইট হয়ে স্কয়ার ভবনের সামনে গিয়ে শেষ হয়।