স্বভাব না বদলালে হজে গিয়ে কী লাভ : এনবিআর চেয়ারম্যান
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-২৭ ১৮:০৬:৩৬
হজে যাওয়ার পর যদি অফিসাররা স্বভাব না বদলায় তাহলে হজে গিয়ে লাভ কী? এমনই প্রশ্ন রেখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
নতুন ভ্যাট আইনের ওপর শনিবার (২৭ জুলাই) আয়োজিত কর্মশালায় এনবিআর কর্মকর্তারা ভ্যাট আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করেন এমন অভিযোগের বিষয়ে তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ কর্মশালার আয়োজন করে।
এ সময় হয়রানির বিষয়টাতে সমঝোতায় না গিয়ে ওই অফিসারের পরিচয় দিয়ে ব্যবসায়ীদের অভিযোগ করারও পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, হয়রানির কথাটা অনেকের মুখে আসবে। হয়রানির বিষয়টা ওদের সঙ্গে সমঝোতায় না গিয়ে, আমাদেরকে বলেন- ওই অফিসার হয়রানি করছে। তখন তাকে আমরা শক্ত হাতে ধরবো।
”আমি যখন অফিসারদের সঙ্গে কথা বলি তখন এ কথাগুলো বলি- আপনি ব্যবসায়ীদের বাধ্য করে যেটা নেন, সেটা চুরি, সেটা ময়লা খাবার।”
মোশাররফ হোসেন ভূঁইয়া আরও বলেন, অনেকে হজ করতে যায়। জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু কম লোক না। হজের মৌসুমে আমি ছুটি দিতে দিতে ইয়ে হয়ে যায়। এখন যদি হজের পরে স্বভাব পরিবর্তন না হয়, তাহলে কি লাভ এটা করে?
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন, উপ প্রকল্প পরিচালক জাকির হোসেন খান, ডিসিসিআইয়ের আয়কর উপদেষ্টা স্নেহাশিষ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর।