ভূমধ্যসাগর থেকে ৫৫ অভিবাসীর মৃতদেহ উদ্ধার
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৭-২৮ ১১:৫২:০৩
লিবিয়ার উপকূলীয় এলাকা থেকে ৫৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার সময় শতাধিক অভিবাসী প্রত্যাশী নিয়ে একটি নৌকা ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ডুবে যায়। এঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানিয়েছে লিবিয়ার রেড ক্রিসেন্ট।
জাতিসংঘের শরানার্থী সংস্থা ইউএনএইচসিআর এ দুর্ঘটনাকে ভূমধ্যসাগরে এ বছরের সবচেয়ে মর্মান্তিক দুঘর্টনা বলে অভিহিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, নৌকাটিতে মোট কতজন লোক ছিল এবং কতজন এখনও নিখোঁজ রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রেড ক্রিসেন্টের সদস্য আব্দুল মেনাম আবে সায়েব জানান, নৌকাটির অভিবাসী প্রত্যাশীরা আফ্রিকার সাব সাহারা এলাকা থেকে এসেছিলেন। নৌকায় সাড়ে ৩শ’ যাত্রী ছিলেন। বৃহস্পতিবার ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছিল।
সূত্র : রয়টার্স