২০১৮-১৯ অর্থবছরে সবচেয়ে বেশি লেনদেন লংকাবাংলা সিকিউরিটিজে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৮ ১২:৪৭:৩৯


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডারদের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সবচেয়ে বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ। আর তৃতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ।

শীর্ষ ২০ তালিকার মধ্যে অন্য ব্রোকারেজ হাউজগুলো হচ্ছে যথাক্রমে- আইসিবি সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট, সিটি ব্রোকারেজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, এমটিবি সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, রয়েল ক্যাপিটাল, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ও বিএলআই সিকিউরিটিজ।

সান বিডি/এসকেএস