টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-২৮ ১৪:৪৮:৩৭


শ্রীলঙ্কার সাথে তিন ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ।২০১৭ সালের পর গত প্রায় দুই বছরে টানা ৪ ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে আজ (রোববার) শ্রীলঙ্কার কাছে হেরে গেলেই পূরণ হবে টানা ৪ পরাজয়ের বৃত্ত।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সে বৃত্ত ভাঙার লক্ষ্যে খেলতে নামছে বাংলাদেশ। নিজেদের অধিনায়কত্বের প্রথম ম্যাচে টস হারলেও, দ্বিতীয় ম্যাচে কয়েন ভাগ্য সঙ্গে পেয়েছেন তামিম ইকবাল।

প্রথম ম্যাচে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নের মতো, তামিম ইকবালও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেমদাসার ব্যাটিং উইকেটে আগে বড় সংগ্রহ দাঁড় করিয়ে স্বাগতিকদের চাপে ফেলার পরিকল্পনা নিয়েই খেলবে টাইগাররা।