পাওয়ারে বিনিয়োগ করতে চায় সৌদি আরব ডাইমেনশনস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৭-২৮ ১৮:৫৩:৫৪
পাওয়ারসহ কয়েকটি খাতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব ভিত্তিক ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস গ্রুপ। আজ রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রতিষ্ঠনটির নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে সাক্ষাতকালে তারা এই সিদ্ধান্তের কথা বলেন।
সৌদি আরব ভিত্তিক ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস এর সভাপতি মোহাম্মদ এন হিজির নেতৃত্বে প্রতিনিধিদল বিডা-এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে মিলিত হন। এ সময় তারা বাংলাদেশের মার্কেট পলিসি, উৎপাদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাবহার এবং স্থানীয় ও বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশের ক্রম উন্নতি ও বিশ্বব্যাপী ব্রান্ড বাংলদেশের অবস্থান নিয়ে প্রশংসা করেন।
মতবিনিময়কালে কাজী মো. আমিনুল ইসলাম বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা, প্রমোশন বিপণন, রপ্তানি ব্যবস্থাসহ নানাবিধ সুযোগ সুবিধা কথা তুলে ধরেন ।
তিনি বলেন সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পণ্য ও সেবা খাতের এক বিশাল বাজার বাংলাদেশ, যে কোন প্রয়োজনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সব সময় বিনিয়োগকারীদের সাথেই আছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এক আস্থার নাম বলে প্রতিনিধিদলকে জানান বিডার চেয়ারম্যান।
আলোচনাকালে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস এর সভাপতি মোহাম্মদ এন হিজি এনার্জি ও পাওয়ারসহ বেশ কয়েকটি সেক্টরে ব্যাপক বিনিয়োগসহ, জামকো গ্রুপের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধি দল আগামী কয়েক দিন বাংলাদেশ সফর করেবন।