কলহের কারণেই আত্মহত্যা করেন ডা. মিথিলা
আপডেট: ২০১৫-১১-১৬ ২০:৩৯:৫৪
পারিবারিক কলহের জের ধরেই আত্মহত্যা করতে হলো ডা. তানজিলা জাহান মিথিলাকে (২৭)। তবে তার পরিবারের অভিযোগ তিনি আত্মহত্যা করতে পারেন না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোমবার বিকালে মিথিলার মামা খন্দকার আমিনুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছেন। তবে এ ঘটনায় মিথিলার স্বামী ডা. মিজানুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সিসিইউতে ভর্তি করা হয়েছে।
আত্মহত্যায় প্ররোচণা দেয়ার অভিযোগে পুলিশ ডা. মিজানকে গ্রেপ্তার করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মিথিলার মামা খন্দকার আমিনুল ইসলাম সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, প্রায় সাত থেকে আট মাস আগে মিথিলার সঙ্গে মিজানের পারিবারিকভাবে বিয়ে হয়। তবে তারা একে অপরকে পছন্দ করত। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে মিথিলার মন খারাপ থাকত। জিজ্ঞাসা করলে সে বলত আমার মত অসুখী যেন কেউ না হয়। তবে কি কারণে সে অসুখী তা সে স্পষ্ট করে বলত না। মাত্র দুইদিন আগে মিথিলা গ্রাম থেকে ঢাকায় আসে। এর মধ্যে এমন কী হল যে তার লাশ আমাদের দেখতে হবে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়। তার লাশ সোমবার রাতে কুমিল্লা জেলার কান্দিরপাড় গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবেও বলে জানান খন্দকার আমিনুল ইসলাম।
জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মিথিলার মামা শাহবাগ থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেছেন। মিথিলার স্বামী ডা. মিজান অসুস্থ থাকায় এখনো পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
সানবিডি/ঢাকা/রাআ