ইবিতে ভর্তি পরিক্ষায় ভুয়া পরিক্ষার্থী আটক

আপডেট: ২০১৫-১১-১৮ ১০:২১:২১


ivইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২য় দিনে এইচ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সোমবার অনুষ্ঠিত হয়। পরিক্ষার সময় শফিকুর রহমান নামে এক ভুয়া পরিক্ষার্থীকে আটক করে কর্তৃপক্ষ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়। সি ইউনিটে ১২৯৬৬ এবং এইচ ইউনিটে ৫৬০১ জন শিক্ষার্থী অংশ করে।

জানা গেছে, আজ সেমবার আইন ও মুসলিম বিধান অনুষদভুক্ত ‘এইচ’ এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২য় শিফটে বেলা সাড়ে ১১ টার সময় পরীক্ষা চলাকালে বিজ্ঞান ও প্রযুক্তিক্ত ভবনে ৩১৭ নং রুমে শফিকুর রহমান নামে এক ভুয়া পরিক্ষার্থীকে আটক করা হয়। তিনি বিশবিদ্যলয়ের বাংলা বিভাগের ২০১৩-১৪ বর্ষের ছাত্র।

এ বিষয়ে বিশবিদ্যালয়ের প্রকটর ড:মাহবুবুর রহমান বলেন আটক কৃত ছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সে অনুযায়ী বেবস্থা নেয়া হবে। এদিকে গতকাল অনুষ্ঠিত ধর্মতত্ত অনুষদের ‘এ’ ইউনিটের ফলা ফল রাতে এবং কলা অনুষদের ‘বি’ ইউনিটের ফলাফল আজ বেলা ১টায় বিশবিদ্যলয়ের ওয়েব সাইটে(www.iuac.bd ) প্রকাশ করা হয়।