এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০৭-২৯ ১৫:৫৫:২৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি পরিষদ ইউনিটহোল্ডারদের জন্য ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে সাড়ে ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ।

সোমবার ফান্ডটির ট্রাস্টি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১.০১ টাকা। আর ইউনিট প্রতি প্রকৃত সম্পদ বাজার মূল্যে ১২.৯৫ টাকা এবং ক্রয় মূল্য অনুসারে ১২.৪৯ টাকা। আর ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ১.৬৩ টাকা।

এদিকে লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২৬ আগস্ট।

সান বিডি/এসকেএস