অভিসম্পাত করা কবরিাহ গুনাহ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৮-২১ ১৯:২৫:২১


অনেকে নিজের উপর বা অন্যেরে উপর অভিসম্পাত করে থাকি। বৎসনা করে থাকি। অনেকে বলে ‘তার উপর আল্লাহর গজব পড়ুক’। অনেকে আবার গুনাহ থেকে বাঁচতে নিজের উপর নিজেই আল্লাহর গজবের কথা বলি। এটা শরিয়তের দৃষ্টিতে গুনাহের কাজ।

গুনাহের কাজ থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করা জরুরি। কিন্তু তাই বলে এমন ক্ষেত্রেও নিজের উপর লানত করা মারাত্মক অন্যায় ও গুনাহ। তাই কেউ যদি গজব বা লানতের কথা বলি, তাহলে এর কারণে আল্লাহ তাআলার নিকট তওবা-ইস্তিগফার করতে হবে এবং ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। ঠিক অন্যের জন্য গজবের কথা বললেও তারজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

দলিল-কিতাবুল আছল ২/২৭৭; ফাতাওয়া খানিয়া ২/৩-৪; ফাতহুল কাদীর ৪/৩৬৩; মাজমাউল আনহুর ২/২৭২; রদ্দুল মুহতার ৩/৭২১