জিম্বাবুয়ের মেয়েদের হারাল বাংলাদেশের মেয়েরা
প্রকাশ: ২০১৫-১১-১৭ ১৬:৪২:২৮
ছেলেদের মত মেয়েরাও দাপট দেখাতে শুরু করেছে জিম্বাবুয়ের ওপর। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ৩৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
টি২০ ক্রিকেটে সালমা খাতুনকে বাদ দিয়ে বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক করা হয় জাহানারা আলমকে। নতুন অধিনায়কের নেতৃত্বে দারুণ সূচনা হলো বাংলাদেশ নারী দলের।
টস জিতে বাংলাদেশকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে নারী দলের অধিনায়ক চিপো মুগেরি। ব্যাট করতে নেমে ওপেনার আয়েশা রহমান ৫৪ বলে খেলেন ৫০ রানের অনবদ্য এক ইনিংস। তবে দুর্ভাগ্য, হাফ সেঞ্চুরি করার পর রান আউট হয়ে যান তিনি। টি২০তে আয়েশা রহমানের এটাই প্রথম হাফ সেঞ্চুরির ইনিংস।
এছাড়া শারমিন আখতার করেন ৩৫ রান। ৩২ রান করে অপরাজিত থাকেন ফারজাহা হক। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ নারী দলের ব্যাটসম্যানরা সংগ্রহ করেন ১২৫ রান। সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশের যে তিনটি উইকেট পড়েছে, তার সবগুলোই রান আউট। জিম্বাবুয়ে নারী দলের বোলাররা কোন উইকেটই নিতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ২৯ রান করেন শের্ন মায়ার্স। ১৯ রান করেন টি মিলিলো। ১৭ রানে অপরাজিত থাকেন ম্যারি মুসোন্দা। বাংলাদেশের বোলারদের মধ্যে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন রুমানা আহমেদ। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সালমা খাতুন। ১টি করে উইকেট নেন পান্না ঘোষ এবং শায়লা শারমিন।