খুলনায় নারীর ক্ষমতায়নে নবলোক’র সভা

প্রকাশ: ২০১৫-১১-১৭ ১৯:৪১:৩১


Rinaখুলনার ফুলতলায় ইউএসএইড ও ইউনরক এর সহযোগিতায় এবং নবলোক আয়োজিত ‘‘ ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ওমেন’স ইমপাওয়ারমেন্ট একটিভিটিস’’ প্রকল্পের আওতায় এক অবহিতকরণ সভা মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ রীনা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন নবলোকের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ সাইফুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুষেন হালদার, মৎস্য কর্মকর্তা এটিএম তৌফিক মাহমুদ, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা চায়না রানী দত্ত, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, রিপোর্টার্স ক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উইনরক কর্মকর্তা রিপন কুমার ঘোষ, প্রকল্প সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান সেতু, রিয়াদুল করিম প্রমুখ।

সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর মতামত প্রদান করেন।

সানবিডি/ঢাকা/রাআ/তাপস