আপত্তিকর পোস্ট বন্ধে ফেসবুকের সঙ্গে চুক্তি করছে সরকার
প্রকাশ: ২০১৫-১১-১৭ ১৯:৩৮:৪২
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, রাজনৈতিক অস্থিরতা ও নারীর প্রতি সংহিসতা রোধে আপত্তিকর পোস্ট বন্ধ করার জন্য ফেসবুকের সঙ্গে চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এজন্য তিনি জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মত বিটিআরসি পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৬ সালে তৎকালীন সরকার ফেসবুকের সঙ্গে এই পদক্ষেপ নেয়ার জন্য সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সেই সুযোগটি কাজে লাগায়নি।’
তারানা হালিম বলেন, ‘ ফলে রাজনীতিকরা এবং নারীরা ফেসবুকের পোস্টের মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছেন।’
তারানা হালিম জানান, খুব শিগগিরই এই প্রক্রিয়ার অংশ হিসেবে ফেসবুকের কর্মকর্তাদের প্রয়োজনে ডেকে এনে কিংবা চিঠির মাধ্যমে বা অনুরোধের মাধ্যমে চুক্তি করার পথ প্রশস্ত করার উদ্যোগ নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খানসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।