সোনারগাঁয়ে যুবকের আত্মহত্যা
প্রকাশ: ২০১৫-১১-১৭ ২০:০২:৩১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রতনপুর এলাকা থেকে সোহেল (৩২) নামের এক মাদকাসক্ত যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে তার বাড়ীর আঙ্গিনার গাছের ডাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে করে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-সহকারী (এসআই) আল-আমিন তালুকদার জানান, পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকার ওয়ালী উল্লাহর ছেলে সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সোমবার রাতে সে তার পরিবারের লোক জনের কাছ থেকে নেশা করার টাকা চায়। এ সময় পরিবারে লোকজনের কাজ থেকে টাকা না পেয়ে অভিমান করে বাড়ী থেকে বের হয়ে যায়।
পরে তারা গভীর রাতে বাড়ীর আঙ্গিনায় একটি বড়ুই গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ