বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কারখানায় আগুন
|| প্রকাশ: ২০১৫-১১-১৮ ১১:৫৭:৫৭ || আপডেট: ২০১৫-১১-১৮ ১১:৫৭:৫৭


চট্টগ্রাম নগরীর মনসুরাবাদে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর হুমায়ুন কবির জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত ১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের তারা ভোররাত ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হননি। তিনি জানান, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ৩ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
স্বায়ত্তশাসিত-আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মীদেরও বিদেশ ভ্রমণ বন্ধ
-
প্রতিবেশী দেশগুলো ভারত থেকে গম আনতে পারবে
-
রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখতে চান মেয়র তাপস
-
খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
-
বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন: কাদের
-
দুর্নীতি ও অর্থপাচার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’