নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর পেছালো অস্ট্রেলিয়া

প্রকাশ: ২০১৫-০৯-২৬ ১৮:৫৫:৩৮


26waiting_84792দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু এখানকার রাজনৈতিক অস্থিরতার কারণে খেলোয়াড়দের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে- এমন আশঙ্কায় বাংলাদেশ সফর বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।  বাংলাদেশে সফরে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা তথা বিদেশীরা হামলার টার্গেট হতে পারেন। অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে এমন সতর্কবাণী পাওয়ার পরই এই সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার।

মানে সোমবার নির্ধারীত বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বার্হী জেমস সান্ডারল্যান্ড এ সম্পর্কে বলেন,‘ আমরা অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে কিছু উপদেশ পেয়েছি। ঐ তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নিরাপত্তা ব্যবস্থার দিকেও তাকিয়ে আছি আমরা।’

এদিকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি এবং বিসিবির নিরাপত্তা পরিকল্পনা ফের খতিয়ে দেখার জন্য কাল ঢাকা আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা পল ক্যারল। তিনি বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই ঠিক হবে অজিদের বাংলাদেশ আসার নতুন দিনক্ষণ।

তবে বিলম্বিত হলেও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দল আসবে বলে আশা করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি ঢাকা টাইমসকে বলেন,‘ আমি মনে করি না সফর বাতিল বা অনেক পিছিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে। কাল পল ক্যারল আসছেন। তিনি আগেও বাংলাদেশ সফর করে গেছেন। আমরা অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওযার জন্য প্রস্তুত।’

বিসিবি কর্মকর্থরা আশা করছেন, আগের সিডিউল অনেকটাই ঠিক থাকবে। শুধু অস্ট্রেলিয়া দলের আসার দিনক্ষণ একটু পিছিয়ে যাচ্ছে। তারা আশা করেন, চলতি সপ্তাহের শেষ দিকেই অস্ট্রেলিয়া দল ঢাকায় আসবে।

৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে ৩ দিনের ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু করার কথা অস্ট্রেলিয়ার। ৯ অক্টোবর চট্রগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ১৭ অক্টোবর ঢাকায় শুরু চূড়ান্ত টেস্ট। ঢাকাটাইমস