কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
আপডেট: ২০১৫-১১-১৯ ১৩:৩৭:১৯
কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বদলে সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলামেইলকে জানিয়েছে বিষয়টি। জানা গেছে, দুটি কারণে প্রধানমন্ত্রীর এই সফর বাতিল করা হয়েছে। এর একটি হচ্ছে দেশের অভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি। দ্বিতীয়টি হচ্ছে প্যারিসের জঙ্গি হামলা প্রেক্ষাপটে ইউরোপ জুড়ে চলমান অস্থিতিশীল অবস্থা।
আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর মাল্টায় কমনওয়েলথ সরকার প্রধানদের এই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সম্মেলনে যোগ দিতে দক্ষিণ ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টার উদ্দেশে ২৫ নভেম্বর ঢাকা ত্যাগ করার কর্মসূচি ছিল। একই সঙ্গে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনেও যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। আগামী ৩০ নভেম্বর প্যারিসে ওই সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এসময় আনুষ্ঠানিকভাবে এই দুই সফর বাতিলের বিষয়টি জানানো হতে পারে সরকারের তরফ থেকে।
এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কো শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেন। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই সম্মেলনের দেশের প্রতিনিধিত্ব করেন।
প্রসঙ্গত, প্যারিসে ওই হামলায় ১২৮ জন নিহত ও দুই শতাধিক লোক জখম হয়। ফ্রান্স জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা।