ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০১ ১৩:২৬:৩৩


ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

সোমবার উত্তর গুজরাটের বনসকণ্ঠ এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রবল বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সব যাত্রীই একই গ্রামের বাসিন্দা ছিলেন। অম্বাজী মন্দির থেকে ফিরছিলেন তারা।

পুলিশ জানিয়েছে, আহতদের দান্তা ও পানলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঘটনাস্থলে গিয়েছেন জেলা প্রশাসক সন্দীপ সাগলে।

এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি বলেন, দুর্ঘটনায় মৃত্যুর খবরে আমি খুবই শোকাহত। নিহতদের স্বজনদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের পাশে থেকে সব ধরনের সাহায্য করছে স্থানীয় প্রশাসন। তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে তিনি লিখেছেন, গুজরাটের বাস দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে গভীর শোকাহত। আমি স্থানীয় ও রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রয়োজনীয় সব ব্যবস্থা করছে তারা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সানবিডি/ঢাকা/এবিএস