রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে অস্ট্রেলিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০১ ১৬:১০:৩০


ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-মিয়ানমার ছাড়াও আঞ্চলিক-আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সঙ্গে কাজ করছে অস্ট্রেলিয়া। রোহিঙ্গা সংকট সমাধানে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশেই রয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর সিক্স সিজন হোটেলে কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সম্পর্ক: ভবিষ্যতের পূর্বাভাস’ শীষর্ক সংলাপে তিনি এসব বলেন।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আগামী দিনে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।

সানবিডি/ঢাকা/এবিএস