রাজধানীতে ভারী বর্ষণে হাঁটুপানি, দুর্ভোগে ঘরমুখো মানুষ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-০১ ২০:২২:১৩


শরতের অবিরাম বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন অফিস থেকে ঘরে ফেরা মানুষেরা। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। সন্ধ্যা পর্যন্তও রেশ কাটেনি সেই বৃষ্টির।

সড়কে পানি জমে থাকায় যেমন তীব্র জ্যাম লেগেছে, তেমনি গণপরিবহনেরও সংকট দেখা দিয়েছে। সবমিলিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রাজধানীতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত ৪৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী এই বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম এভিনিউ, মিরপুরের বিভিন্ন এলাকা, গ্রিন রোড, প্রগতি সরণি, কালশীসহ বিভিন্ন রাস্তায় হাঁটুপানি জমেছে। এমনকি মগবাজারসহ বিভিন্ন ফ্লাইওভারেও হাঁটুপানি জমে আছে। এতে স্কুলফেরত শিক্ষার্থীসহ অফিস থেকে ঘরমুখো মানুষ পর্যন্ত বিপাকে পড়ছেন সবাই।

অন্যদিকে পানিতে ডুবে যানবাহন বিকল হয়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার, ইসিবি চত্বর, কালশী, প্রগতি সরণি ও যাত্রাবাড়ী এলাকায় অনেক গাড়ি বিকল হয়। ফলে মানুষকে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে থাকা তথ্যানুযায়ী, বাংলাদেশের স্থলভাগ ও উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি মাত্রায় সক্রিয় রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

রাজধানীর ছোলমাইদ এলাকার বাসিন্দা আব্দুল রহিম বলেন, বৃষ্টির পানিতে পুরো সড়ক তলিয়ে গেছে। বাসা-বাড়িতেও পানি ঢুকেছে।

ধানমন্ডির বাসিন্দা শফিউল্লাহ বলেন, ২৭ নম্বর সড়ক পানিতে ডুবে আছে। তীব্র যানজট তৈরি হওয়ায় হাঁটুপানি মাড়িয়ে বাসায় যেতে হয়েছে।

আবহাওয়াবিদ খাইরুল বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সানবিডি/ঢাকা/এসআই