টেস্টে ওপেন করতে নেমেও রোহিতের বাজিমাৎ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০২ ১৫:২৫:২২


ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে তিনি অটোচয়েস। কিন্তু অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেট এলেই বিবেচনার বাইরে চলে যান। তবে দীর্ঘ ছয় বছরের টেস্ট ক্যারিয়ারে ২৮তম টেস্ট খেলতে নেমে ওপেনিংয়ে এসেই সেঞ্চুরি হাঁকান। অথচ আগের ২৭ টেস্টে তার সেঞ্চুরি মাত্র তিনটি! যা ভারতের হিটম্যান খ্যাত রোহিতের নামের পাশে বেমানান।

বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে ভারত। টস জিতে ব্যাটিং নিতে ভুল করেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে প্রথম ওপেন করতে নেমে রোহিতের সেঞ্চুরিতে দুর্দান্ত শুরু করে ভারত। অপর প্রান্তে মৈনাক আগারওয়ালও খেলছেন দুর্দান্ত।

এখন পর্যন্ত চা বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২০২ রান। ১১৫ রান নিয়ে রোহিত শর্মা ও ৮৪ রান নিয়ে ক্রিজে আছেন মৈনাক আগারওয়াল। টেস্ট হলেও রোহিত খেলেন তার সহজাত খেলা। ১২ চার ও পাঁচ ছয়ে তিনি এই রান করেন।

ওয়ানডে টি-টোয়েন্টিতে রোহিত যতটা ভয়ংকর টেস্টে তার উল্টোটা। আগের ২৭ টেস্টে তার পারফর্মেন্সে চোখ বোলালেই বোঝা যায়। মিডল অর্ডারে ব্যাটিং করে আগের টেস্টগুলোয় রোহিত সেঞ্চুরি করেন তিনটি আর হাফসেঞ্চুরি ১০টি। আর এবার ওপেনিংয়ে নেমেই বাজিমাৎ করলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এখন দেখার বিষয় এই ধারা ধরে রাখতে পারেন কিনা তিনি।

সানবিডি/ঢাকা/এসআই