আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোলে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০২ ১৫:৩১:০৪
বেনাপোল বন্দর দিয়ে বুধবার সকাল থেকে দু’দেশের মধ্যে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। ভারতের মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দরে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক আটকে আছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য ওঠানামাসহ পণ্য খালাস প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। তবে দু’দেশের মধ্যে যাত্রী চলাচল করছে স্বাভাবিক নিয়মে।
ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আজ জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরের কাজকর্ম রয়েছে স্বাভাবিক। তবে অধিকাংশ শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাঁচামাল ওপারে আটকা পড়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহসিন খান পাঠানও একই কথা জানালেন।
সানবিডি/ঢাকা/এসআই