‘খালেদার জামিন নিয়ে’ হারুনের সাক্ষাৎ কাদেরের সঙ্গে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০২ ১৫:৫৭:২৫


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে আলোচনা করেছেন দলটির সংসদ সদস্য (এমপি) ও সংসদীয় মুখপাত্র হারুন অর রশীদ।

বুধবার সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুন।

বিদেশে চিকিৎসা করাতে পাঠানোর নামে খালেদা জিয়াকে কি বিএনপির রাজনীতি থেকে মাইনাস করতে চাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি ঠিক নয়। তার ৭৬ বছর বয়স। তিনি নানা রোগে আক্রান্ত। তার জরুরি চিকিৎসা প্রয়োজন। সে কারণে আমরা বলেছি তাকে জামিন দেন এবং তার চিকিৎসা করাবো।’

প্যারোলে মুক্তি নিয়ে এক প্রশ্নে হারুন বলেন, ‘প্যারোল নিয়ে আগে কোনো আলোচনা হয়নি। সরকারের পক্ষ থেকেও প্যারোলের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আর পরিবার ও দলের পক্ষ থেকেও তার প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি। এই প্যারোলে মুক্তির বিষয়টি মিডিয়ার সৃষ্টি।’

খালেদা জিয়ার জামিন নিয়ে ওবায়দুল কাদের কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছি। তিনি আজ সন্ধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।’

জামিন দেওয়া তো আদালতের বিষয়, সরকারের কাছে কেন আবেদন- এমন প্রশ্নে হারুন বলেন, ‘বাংলাদেশে বিচার ব্যবস্থার কথা আপনারা সবাই জানেন। রাজনীতিকদের নামে অনেক মামলা হয়, সাজাও হয়। আবার তা সরকারের মধ্যস্থতায় ফয়সালাও হয়।’

এটা রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, এটি সমঝোতা হতে যাবে কেন? যে নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে সেটিই তো প্রশ্নবিদ্ধ। ৩০ তারিখের ভোট ২৯ তারিখে হয়ে গেছে।’

তিনি বলেন, ‘একজন সন্তান হিসেবে অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার বিষয়ে যা যা করা দরকার সেই দায়িত্ববোধ থেকে আমি খালেদা জিয়ার জন্য জামিন চাইতে এসেছি। তার চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে তার চিকিৎসা করানো হবে।’

এর আগে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন হারুনসহ বিএনপির তিন সংসদ সদস্য।

ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকে জামিন পেলে, কালকেই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাবেন।’

সানবিডি/ঢাকা/এসআই