ভারতের “দ্য পিস অ্যাওয়ার্ড-২০১৯” পেয়েছেন বাংলাদেশী রিয়াজ উদ্দিন
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১০-০২ ১৬:৫১:২৬
প্রথম বাংলাদেশী হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ রুপনারায়নপুরের পিস ওয়েলফেয়ার অর্গানইজেশনের “দ্য পিস অ্যাওয়ার্ড-২০১৯” পেয়েছেন মানবাধিকার খবর সম্পাদক রিয়াজ উদ্দিন।
বুধবার (২ অক্টোবর ২০১৯ ) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৮ সেপ্টেম্বর ভারতের বর্ধমানের আসানসোলে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তার হাতে পিস অ্যাওয়াড তুলে দেন। মানবাধিকার ও সমাজকর্মী হিসেবে রিয়াজ উদ্দিনকে এই এ্যাওয়ার্ড দেয়া হয়।
অন্যািদকে ওইদিন বিকালে বর্ধমানের আসানসোলে পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মনোমুগ্ধকর অনুষ্ঠান দ্বীপ শিখা জ্বালিয়ে উদ্ভোধন করেন মানবাধিকার খবর সম্পাদক রিয়াজ উদ্দিন ।
এদিন রুপনারায়নপুরের পিস ওয়েলফেয়ার অর্গানইজেশন সান্ধ্যয় গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ভিন্ন ধারার অন্যান্য গুণী ব্যাতিক্তত্বদেরকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। প্রসঙ্গত, মানবাধিকার খবর সম্পাদক রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে পাচার হয়ে যাওয়া নারী-শিশু উদ্ধারে কাজ করে আসছেন। এই সময়ের মধ্যে ভারতের পশিচমবঙ্গ, দিল্লীসহ বিভিন্ন রাজ্য থেকে অর্ধশতাধিক নারী-শিশু উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দেন। তিনি অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে নানামুখি কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও সমাজ কর্মী হিসেবে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে অবদান রেখে চলেছেন। এর আগেও তিনি মানবাধিকার ও সমাজ সেবায় অবদানের জন্য দেশ-বিদেশ থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।
সানবিডি/ঢাকা/এসআই