জবিতে ছাত্রদলকে ছাত্রলীগের মারধর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০১৯-১০-০৩ ১২:১৬:২১


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া ও মারধর করেছে শাখা ছাত্রলীগের কর্মীরা। এতে অন্তত চার জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার মুক্তি ও ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে স্লোগান দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শান্ত চত্বরের কাছে পৌঁছলে পেছন থেকে ধাওয়া করেন জবি শাখা ছাত্রলীগের কর্মীরা। এসময় পেছন থেকে ছাত্রদলের ওপর ইট-পাটকেল ছুঁড়ে ছাত্রলীগের কর্মীরা। পরে মূল ফটকের সামনে ছাত্রদলের কয়েকজন পড়ে যান। তখন আব্দুর রশীদ (অর্থনীতি,৩য় ব্যাচ) নামক ছাত্রদলের নেতাকে বেধড়ক মারধর করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে দেয়। পরবর্তীতে প্রক্টর অফিস থেকে তাকে পুলিশের লৌরিতে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানিয়েছেন জবি প্রক্টর ড. মোস্তফা কামাল। এছাড়াও জিতু, পলাশ, রুবেল সহ অনেকে আহত হয়।

ঘটনার পর জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক বলেন, ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে আমরা শান্তিপূর্ণ মিছিল শুরু করি। হঠাৎ পেছন থেকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং একইসঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

এ বিষয়ে জবি ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা এই হামলার সুষ্টু বিচার দাবী করছি এবং দুই দিনের মধ্যে খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন করার দাবি জানাচ্ছি। আজকে থেকে আমরা ক্যাম্পাসে নিয়মিত অবস্থান করবো।

এ বিষয়ে জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আজ সকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজনকে আহত অবস্থায় প্রক্টর অফিসে আনা হয়। আমরা তাকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। বিচার হবে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিবো। এদিকে হামলার কিছু পরই শাখা ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে মিছিল করেন। এ ঘটনায় ক্যাম্পাসে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সানবিডি/আরআ/এবিএস