মটোরোলার আলট্রা ওয়াইড অ্যাকশান ক্যামেরা ফোন এখন রবিশপে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৩ ১৪:৪৫:১২
মোবাইল অপারেটর রবি’র ই-কমার্স সাইট রবিশপে মিলবে বহুল প্রতীক্ষিত মটোরোলা ওয়ান সিরিজের নতুন স্মার্টফোন মটোরোলা ওয়ান অ্যাকশান। ফোনটি ইন্ডাস্ট্রির প্রথম আলট্রাওয়াইড অ্যাকশান ক্যামেরা। বৃহস্পতিবার থেকে গ্রাহকরা রবিশপ থেকে মটোরোলা ওয়ান অ্যাকশন ফোনটি কিনতে পারবেন। রবিশপের গ্রাহকরা ২৫,৯৯০ টাকায় ফোনটি কিনতে পারবেন এবং সাথে পাবেন এক্স মিনি ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ ফ্রি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) মটোরোলা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মটোরোলা ওয়ান অ্যাকশান ফোনটি ইন্ডাস্ট্রির সর্বপ্রথম স্মার্টফোন যেটাতে রয়েছে আল্ট্রা-ওয়াইড অ্যাকশান ক্যামেরা। ফোন হিসেবে ইতোমধ্যেই মটোরোলা বাজারে সুনাম অর্জন করেছে।
মটোরোলা ওয়ান অ্যাকশানের বৈশিষ্ট্য:
৬.৩ ইঞ্ছির সিনেমা ভিসন ডিসপ্লের মটোরোলা ওয়ান অ্যাকশান ফোনটিতে থাকছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম । স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে পাওয়ারফুল এক্স্যনস ৯৬০৯ , ২.২ গিগাহার্চ অক্কটা কোর প্রসেসর থাকার কারনে গেমিং এ পাবেন ভালো অভিজ্ঞতা। সিমেনা ভিশন ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৮৪% স্ক্রিন টু বডি রেটিও। স্মার্টফোনটিতে ৩৫০০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের পাশাপাশি রয়েছে টার্বো চার্জিং সুবিধা। মটোরোলা ওয়ান অ্যাকশান এর অন্যতম আকর্ষণ এর ট্রিপল ক্যামেরা সিস্টেম । ক্যামেরা সিস্টেমের পেছন দিকে রয়েছে ১২ এমপি + ১৬ এমপি + ৫ এমপি (১১৭° আল্ট্রা-ওয়াইড ভিডিও ক্যামেরা) ডুয়েল সিসিটি ফ্ল্যাশ । সামনের দিকে ইন ডিসপ্লে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে ।
মটোরোলা সম্পর্কে:
মটোরোলা বিশ্ববিখ্যাত মোবাইল ব্র্যান্ড। দীর্ঘ ১০ বছর বিরতী দিয়ে কোম্পানিটি বাংলাদেশের বাজারে নতুন নতুন ফোন এনেছে। বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। আরো জানতে ভিজিট করুন: http://www.moto.smart-techbd.com/ অথবা www.facebook.com/HelloMotoBangladesh
সানবিডি/ঢাকা/এবিএস