ব্লক মার্কেটে লেনদেন ৭ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৩ ১৫:২১:৩০


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২৫ লাখ ১০ হাজার ১৫৩টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ৪২ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ১৫ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৮৪ লাখ ৬১ হাজার টাকার মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে নাভানা সিএনজির।

এছাড়া জেনেক্স ইনফোসিসের ১১ লাখ ১৬ হাজার টাকার, আইডিএলসির ৯৭ লাখ টাকার, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৪২ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১০ লাখ ৬৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৯ লাখ ৬৫ হাজার টাকার এবং এসএস স্টিলের ৪৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সানবিডি/এসকেএস