আজ আসছে আটকে পড়া ১৫০ ট্রাক ভারতীয় পেঁয়াজ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৪ ১২:১১:৪৪
ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকে পড়া পেঁয়াজ ভর্তি ১৫০টি ট্রাক আজ শুক্রবার (৪ অক্টোবর) সোনামসজিদ স্থলবন্দরে বিশেষ ব্যবস্থায় প্রবেশ করবে।
ভারতের মহদিপুর স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের কেন্দ্রীয় সরকারি শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনা জারির পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে য়ায়। ফলে মহদিপুর স্থলবন্দরে পেঁয়াজ ভর্তি প্রায় ১৫০টি ট্রাক আটকা পড়ে। মহদিপুরের স্থানীয় রফতানিকারকরা আটকে পড়া পেঁয়াজ রফতানির অনুমতি চেয়ে আবেদন করলে, তা অনুমোদন পায়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার স্থলবন্দরে সাধারণ ছুটি থাকলেও পেঁয়াজ ভর্তি ১৫০টি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে।
সোনামসজিদ স্থল বন্দরে দায়িতরত্ব কাস্টমস পরির্দশক বুলবুল আহমেদ জানান, আজ শুক্রবার মহদিপুর স্থলবন্দর থেকে পেঁয়াজ ভর্তি ট্রাক প্রবেশ করবে।
সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো.মোস্তাফিজুর রহমান বলেন, ‘মহদিপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতি ছুটির দিনও আমরা পেঁয়াজ নিতে সব ধরনে প্রস্ততি গ্রহণ করেছি। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীসহ সকল সংগঠনকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।’
সানবিডি/ঢাকা/এবিএস