ওয়াকারের বিদায় চান মিয়াঁদাদ-সরফরাজ
প্রকাশ: ২০১৫-১১-১৯ ১৯:৩৭:৩০
ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে পাকিস্তান। এরপর ওয়ানডে সিরিজটাও দুর্দান্ত শুরু করে দলটি। চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান। তবে এরপরই আজহার আলির দলে ঘটে ছন্দপতন। পরের দুই ম্যাচে ইংলিশদের কাছে বড় ব্যবধানে হেরে বসেছে পাকিস্তান। ফলে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া তো হয়েছেই বরং হারের প্রহর গুনছে দলটি।
পাকিস্তানের এমন দুর্দশার পরিপ্রেক্ষিতে দলের প্রধান কোচ ওয়াকার ইউনুসের উপর অভিযোগ তুলেছেন দেশটির সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও সরফরাজ নওয়াজ। দলের এমন পারফরম্যান্সে হতাশাও প্রকাশ করেছেন তারা।
পাকিস্তানের এমন করুন অবস্থার জন্য সরাসরি কোচ ওয়াকার ইউনুসকে দায়ী করেছেন মিয়াঁদাদ। তার দাবি, দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস তার পছন্দ অনুসারে সেরা একাদশ নির্বাচন করছেন। এজন্যই দলের এমন ভরাডুরি ঘটছে। এর পুরো দায় তাকেই নিতে হবে। তিনি ওয়াকারকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) পরামর্শ দেন তিনি।
মিয়াঁদাদের অভিযোগ, ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বের কারণেই ওপেনার আহমেদ শেহজাদ ওয়ানডে সিরিজের দলে স্থান পাননি।
এদিকে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের পরাজয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি জাভেজ মিয়াঁদাদ।
তিনি মনে করেন, ওয়াকারকে বাদ দিয়ে নতুন কাউকে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে বসানোর এটাই সেরা সময়।
অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভরাডুবির জন্য অধিনায়ক আজহার আলি এবং কোচ ওয়াকার ইউনুস দুজনকেই দায়ী করেছেন পাকিস্তানের আরেক কিংবদন্তী ক্রিকেটার সরফরাজ নওয়াজ।
তিনি বলেন, ‘এই মুহূর্তে ওয়াকারকে বাদ দেওয়া উচিত এবং তার স্থানে নতুন কাউকে বসানো উচিত।’
দলের এমন ব্যর্থতার জন্য বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম বারিও।