এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৫ ১২:৫৮:১৪


এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের জন্য “৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচী” সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে শেষ হয়েছে।

শনিবার (৫ অক্টোবর ) এনসিসি ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও মোঃ হাবিবুর রহমান এবং মানবসম্পদ বিভাগের প্রধান ফয়সাল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সিটিটিউটের ফেকাল্টি মেম্বার ডঃ সৈয়দ জাভেদ মোঃ সালেহ্উদ্দিন প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণার্থীদের বর্তমান বিশ্বায়নের যুগে ব্যাংকিং সংক্রান্ত সব ধরণের জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে তোলার তাগিদ দেন। তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের মেধা ও মননের সর্বোত্তম বিকাশ ঘটিয়ে একজন ব্যাংকারের নেতৃত্বের শীর্ষে পৌঁছানো সম্ভব। তিনি সততা, উদ্যোম, ত্যাগ ও নৈতিকতা চর্চার মাধ্যমে আগামী দিনে ব্যাংকিং শিল্পের নেতৃত্ব কাঁধে নেয়ার উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সানবিডি/ঢাকা/এবিএস