গাইবান্ধায় যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১০-০৫ ১৪:২৩:২৬


গাইবান্ধা সদর উপজেলা থেকে দুলা মিয়া (৩৫) নামে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর ২০১৯) সকালে সদরের বোয়ালি ইউনিয়নের গুয়েরভিটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুলা মিয়া গুয়েরভিটা গ্রামের মৃত ছেফারত আলীর ছেলে। সে পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, সকালে গুয়েরভিটা গ্রামে বিলের পাশে একটি লিচু বাগানে দুলার মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করাসহ সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাতে বিলে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন দুলা মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে বিলের পাশে দুলার মাথাকাটা মরদেহ দেখতে পান তারা।
সানবিডি/ঢাকা/এসএস