শাহজিবাজার পাওয়ারের এমডি আর নেই

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১০-০৫ ১৬:২৩:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট শিল্পপতি ফিরোজ আলম আর নেই। সন্দ্বীপের এই কৃতি সন্তান শনিবার বেলা পৌঁনে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) । বীমা কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএম নুরুজ্জামান বলেন, ভারতের একটি হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফিরোজ আলম। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, বিশিষ্ট এই শিল্পপতি ইসলামী ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল হোল্ডিংস ও অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এ ছাড়াও ইয়ুথ ফ্যাশন, ইয়ুথ গার্মেন্টস, পেট্রো্মেক্স রিফাইনারি, কমফিট কম্পোজিট নিট, মিডল্যান্ড পাওয়ার কোম্পানি ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক।

সানবিডি/এসকেএস